উজানের ঢলে তিস্তায় পানি বাড়ছে

রংপুর প্রতিনিধি

রংপুরের তিস্তা নদীতে উজান থেকে আসা পাহাড়ি ঢল নামতে শুরু করেছে। উজানে ভারী বৃষ্টি হওয়ায় শুকনো তিস্তায় হু হু করে পানি বাড়ছে। তিস্তা ব্যারাজের ডালিয়া পয়েন্টে পানি এখনো বিপৎসীমার নিচে থাকলেও আগামীকাল বুধবার সকালে পানি বিপৎসীমার কাছাকাছি অবস্থান করতে পারে। এ অবস্থায় পবিত্র ঈদুল আজহার আগে তিস্তার তীরের বাসিন্দাদের মধ্যে উদ্বেগ-উৎকণ্ঠা দেখা দিয়েছে।

পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) রংপুর কার্যালয় জানিয়েছে, আজ মঙ্গলবার বেলা একটায় তিস্তা ব্যারাজের ডালিয়া পয়েন্টে পানি বিপৎসীমার ৪০ সেন্টিমিটার নিচে অবস্থান করছে। উজানে ভারী বৃষ্টি হওয়ায় তিস্তায় পানি বেড়ে কাল (বুধবার) সকালের মধ্যে বিপৎসীমার কাছাকাছি অবস্থান করতে পারে। তিস্তা ছাড়াও কুড়িগ্রামের ধরলা ও দুধকুমার নদের পানি অব্যাহতভাবে বাড়তে পারে।

এলাকাবাসীর সঙ্গে কথা বলে এবং সরেজমিনে দেখা গেছে, গতকাল সোমবার রাতে তিস্তায় পানি বাড়লেও আজ সকালে কমেছে। আজ রাতের যে কোনো সময়ে আবার পানি বেড়ে যেতে পারে। ইতিমধ্যে তিস্তার তীরের কয়েকটি এলাকায় ভাঙন দেখা দিয়েছে।

শেয়ার করুন