পাকিস্তানকে হারিয়ে এশিয়া কাপের ফাইনালে বাংলাদেশ

ক্রীড়া ডেস্ক

টুর্নামেন্টের দ্বিতীয় সেমিফাইনাল, হানা দেয় বৃষ্টি। বৃষ্টির কারণে টি-টোয়েন্টি ম্যাচটা হয়ে যায় কার্টেল ওভারের। ৯ ওভার করে বেঁধে দেওয়া হয় দুই দলকে। সেই কার্টেল ওভারের ম্যাচে বৃষ্টি আইনে পাকিস্তানকে ৬ রানে হারিয়ে নারী ইমার্জিং এশিয়া কাপের ফাইনালে উঠে গেছে বাংলাদেশ।

প্রথমে ব্যাট করতে নেমে বৃষ্টিভেজা মংককের পিচে ভয়াবহ বিপর্যয়ে পড়েছিল বাংলাদেশ ইমার্জিং নারী দল। ১৬ রানে হারিয়ে বসেছিল ৬ উইকেট।

universel cardiac hospital

সেখান থেকে সাত নম্বর ব্যাটার রাবেয়া খানের ২০ বলে ১০ আর আট নম্বরে নামা নাহিদা আক্তারের ১৬ বলে ৩ চার আর ১ ছক্কায় ২০ রানের ইনিংসে ভর করে ৯ ওভারে ৭ উইকেট হারিয়ে ৫৯ রান তোলে বাংলাদেশ। সুলতানা খাতুন শেষদিকে নেমে ২ বল খেলে একটি ছক্কা হাঁকান।

পাকিস্তানের ফাতিমা সানা ১০ রানে ৩টি আর আনুশা নাসির ৬ রানে নেন দুটি উইকেট।

জবাবে বাংলাদেশি বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে উইকেট হাতে রেখেও জিততে পারেনি পাকিস্তান। ৪ উইকেটে ৫৩ রানে থামে পাকিস্তান নারী ইমার্জিং দল। ওপেনার এইমান ফাতিমা ১৮, শাওয়াল জুলফিকার ১১ আর অধিনায়ক ফাতিমা সানা করেন ১০ রান।

শেষ দুই ওভারে ২০ রান প্রয়োজন ছিল পাকিস্তানের। সেখান থেকে শেষ ওভারে তাদের লক্ষ্য দাঁড়ায় ১৩ রানের। সানজিদা আক্তার মেঘলার ওভারে ৬ রানের বেশি নিতে পারেনি পাকিস্তান।

শেয়ার করুন