টাইটান উদ্ধার অভিযান: প্রতি ৩০ মিনিট পর আঘাতের শব্দ আসছে

আন্তর্জাতিক ডেস্ক

ডুবোযান ‘টাইটান’-কে খুঁজতে ঘড়ির কাঁটার সঙ্গে পাল্লা দিয়ে অনুসন্ধান চালিয়ে যাওয়া হচ্ছে। পর্যটকসহ নিখোঁজ হওয়া ডুবোযানে এখন ৩০ ঘণ্টারও কম অক্সিজেন বাকি আছে বলে ধারণা করছে কর্তৃপক্ষ। ইতিমধ্যেই জানা গেছে, একটি কানাডিয়ান পি-৩ বিমান ‘পানির নিচে শব্দ’ শনাক্ত করতে সক্ষম হয়েছে। সেই আঘাতের শব্দ ৩০ মিনিট পর পর আসছে।

পানির নিচে ৯৬ ঘণ্টা থাকার সক্ষমতা রয়েছে টাইটান নামের এই সাবমারসিবল যানটির।

যে এলাকায় নিখোঁজ ডুবোযানটির সন্ধান চলছে সেখান থেকেই এই শব্দ শোনা গেছে। যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম অভ্যন্তরীণ মার্কিন সরকারের উদ্ধৃতি দিয়ে জানায়, পানির নিচে কিছুতে আঘাতের মতো ‘টুং টাং’ শব্দ শোনা যাচ্ছে। যুক্তরাষ্ট্রের কোস্ট গার্ডও বিষয়টি নিশ্চিত করেছে।

অবশ্য কোস্ট গার্ড শনাক্ত করা শব্দগুলোর প্রকৃতি বা ব্যাপ্তি বা কিভাবে শব্দ খুঁজে পেয়েছে তা নিয়ে বিস্তারিত কিছু জানায়নি। কিন্তু ‘রোলিং স্টোন’ ম্যাগাজিন অভ্যন্তরীণ মার্কিন সরকারের যোগাযোগের উদ্ধৃতি দিয়ে জানায়, ‘প্রতি ৩০ মিনিটে ওই অনুসন্ধান চালানো এলাকায় আঘাতের শব্দ আসছে।’
আটলান্টিকের ২০ হাজার বর্গকিলোমিটার এলাকাজুড়ে তল্লাশি চালানো হচ্ছে। যে বিশাল এলাকায় এই তল্লাশি চলছে তা যুক্তরাষ্ট্রের কানেক্টিকাট অঙ্গরাজ্যের সমান।

কানাডার নিউফাউন্ডল্যান্ডের উপকূলে টাইটানিকের ধ্বংসাবশেষ দেখতে তিন হাজার ৮০০ মিটার নিচে যাওয়ার পর রবিবার পাঁচজন যাত্রীসহ ডুবোযানটি নিখোঁজ হয়। ডুবোযানে এখন ৩০ ঘণ্টারও কম অক্সিজেন বাকি আছে বলে ধারণা করছে কর্তৃপক্ষ। সাগরে ডুব দেওয়ার পর প্রায় ১ ঘণ্টা ৪৫ মিনিটের মধ্যে ছোট এই ডুবোযানটির সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।
এদিকে তৃতীয় দিনের উদ্ধার অভিযান চলছে। মার্কিন কোস্ট গার্ড কমান্ডাররা বিশাল সমুদ্রে (প্রায় ২০ হাজার বর্গকিমি এলাকা জুড়ে) জটিল অনুসন্ধান অভিযানের নেতৃত্ব দিচ্ছেন।

কানাডার নৌবাহিনী, বিমানবাহিনী এবং উপকূলরক্ষীদের উদ্ধারকারী দল, সেই সঙ্গে নিউ ইয়র্ক এয়ার ন্যাশনাল গার্ড সহায়তা করছে। এ ছাড়া একটি ফরাসি গবেষণা জাহাজও অনুসন্ধানে যোগ দিয়েছে। টাইটান ডুবোযানের অবস্থান নিউফাউন্ডল্যান্ডের রাজধানী সেন্ট জনস থেকে প্রায় ৯০০ মাইল (১৪৫০ কিমি) পূর্ব এবং ৪০০ মাইল (৬৪৩ কিমি) দক্ষিণে বলে ধারণা করা হচ্ছে।

ইউএস কোস্ট গার্ডের অনুমান অনুযায়ী, টাইটান জাহাজে মাত্র ৩০ ঘণ্টার অক্সিজেন অবশিষ্ট রয়েছে।

সূত্র : আলজাজিরা

শেয়ার করুন