ঈদের আগে রিজার্ভ ৩০ বিলিয়ন ডলার ছাড়াল

নিজস্ব প্রতিবেদক

রেমিট্যান্স
ফাইল ছবি

আবারও ৩০ বিলিয়ন ডলার ছাড়িয়েছে বাংলাদেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ। এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) ৪০০ মিলিয়ন ডলারের বাজেট সহায়তা ছাড় ও পবিত্র ঈদুল আজহার আগে রেমিট্যান্স প্রবাহ বাড়ায় রিজার্ভের ডলার বাড়ল।

বাংলাদেশ ব্যাংকের এক কর্মকর্তা জানান, আজ (বুধবার) রিজার্ভ দাঁড়িয়েছে ৩০.০১ বিলিয়ন ডলারে, যা গতকাল মঙ্গলবার ছিল ২৯.৯৫ বিলিয়ন ডলার। গত বছরের জুনে রিজার্ভের পরিমাণ ছিল ৪১.৮২ বিলিয়ন ডলার।

universel cardiac hospital

অর্থ মন্ত্রণালয়ের এক কর্মকর্তা বলেন, ‘সম্প্রতি এশীয় উন্নয়ন ব্যাংক বাংলাদেশকে বাজেট সহায়তা বাবদ ৪০০ মিলিয়ন ডলার দিয়েছে।’

বুধবার কিছু বাণিজ্যিক ব্যাংকের আমদানি বিল পরিশোধে সহায়তা করতে ৭৪ মিলিয়ন ডলার বিক্রি করেছে কেন্দ্রীয় ব্যাংক। এর পরও এডিবির সহায়তা ছাড় করার কারণে রিজার্ভ ৩০ বিলিয়ন ছাড়িয়েছে।

তবে বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারা বলছেন, ঈদ সামনে রেখে রেমিট্যান্স প্রবাহ বেড়েছে, এটিও রিজার্ভ বৃদ্ধিতে অবদান রেখেছে।

চলতি অর্থবছরে বাংলাদেশ ব্যাংক এ পর্যন্ত ব্যাংকিং খাতে ১৩.৪৩ বিলিয়ন ডলার বিনিয়োগ করেছে। চলতি মাসের প্রথম ২০ দিনে প্রবাসীরা দেশে রেমিট্যান্স পাঠিয়েছেন ১৫৩ কোটি ডলার, যা আগের বছরের একই সময়ে ছিল ১.১০ বিলিয়ন ডলার।

চলতি অর্থ বছরের ১ জুলাই থেকে ২০ জুনের মধ্যে রেমিট্যান্স এসেছে ২০.৯৪ বিলিয়ন ডলার, যা আগের বছরের তুলনায় ৩ শতাংশ বেশি।

শেয়ার করুন