দেশে মসজিদ রয়েছে ৩ লাখ ৩১ হাজার ১২৫টি। এ তথ্য বুধবার জাতীয় সংসদকে জানিয়েছেন ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খান। তিনি জানান, করোনাভাইরাসের সময় অনুদান দিতে ইসলামিক ফাউন্ডেশনের বিভাগীয় ও জেলা কার্যালয়ের মাধ্যমে তাৎক্ষণিকভাবে সংগ্রহ করা তথ্যের ভিত্তিতে মসজিদের ওই সংখ্যা জানা গেছে।
সংরক্ষিত নারী সংসদ সদস্য শামসুন নাহারের এক প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী আরও জানান, দেশে কওমি মাদ্রাসার সংখ্যা ১৩ হাজার ৯৬৭। স্পিকার শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে সংসদের বৈঠকের শুরুতে প্রশ্নোত্তর টেবিলে উত্থাপিত হয়।
২০০৯ থেকে ২০২৩ সাল পর্যন্ত ৪৫টি ওষুধ (অ্যালোপ্যাথিক) কোম্পানির লাইসেন্স বাতিল বা সাময়িকভাবে বাতিল করা হয়েছে বলে সংসদকে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।
আওয়ামী লীগের সংসদ সদস্য দিদারুল আলমের প্রশ্নের জবাবে স্বাস্থ্যমন্ত্রী আরও বলেন, ভেজাল ও নিম্নমানের ওষুধ উৎপাদনের দায়ে ঔষধ প্রশাসন অধিদপ্তর সংশ্লিষ্ট উৎপাদনকারী প্রতিষ্ঠান/প্রতিষ্ঠানগুলোর উৎপাদন লাইসেন্স সাময়িক বাতিল/বাতিল, উৎপাদন ও বাজারজাতকরণে স্থগিতাদেশ দিয়ে থাকে।