বিএনপির পক্ষ থেকে পুলিশের তালিকা করা হচ্ছে—এমন খবরকে গুজব বলে মন্তব্য করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। আজ রোববার দুপুরে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আয়োজিত এক প্রতিবাদ সমাবেশে গয়েশ্বর এই মন্তব্য করেন।
বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সদস্যসচিব রফিকুল আলমসহ দলটির সব কারাবন্দী নেতাকর্মীদের মুক্তির দাবিতে এই প্রতিবাদ সমাবেশের আয়োজন করা হয়। আয়োজক ঢাকাস্থ ফেনী জেলা জাতীয়তাবাদী ফোরাম।
সমাবেশে গয়েশ্বর বলেন, সরকার নানাভাবে বিএনপির আন্দোলনকে বিভ্রান্ত করার চেষ্টা করবে। তারা নানা মিডিয়ার মাধ্যমে বিভ্রান্ত করার চেষ্টা করবে। বিএনপির নেতাকর্মীদের এ ব্যাপারে সাবধান থাকতে হবে।
বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য বলেন, পুলিশ ও প্রশাসনের লোকদের ঐক্যবদ্ধ করার জন্য সরকার নানা সময় নানা গুজব ছড়াচ্ছে। যেমন—একটা গুজব ছড়িয়েছে, তারা (বিএনপি) নাকি পুলিশের তালিকা করছে! পুলিশের তালিকা বিএনপিকে করতে হবে কেন? আওয়ামী লীগ সরকার চলে গেলে, পুলিশের লোকজনই বলবে, কে অপকর্ম করেছে।