ঈদে ছয়দিন বন্ধ থাকবে হিলি স্থলবন্দর

মত ও পথ ডেস্ক

হিলি স্থলবন্দর
ফাইল ছবি

ঈদুল আজহায় টানা ছয়দিন বন্ধ থাকবে দিনাজপুরের হিলি স্থলবন্দর। এসময় বন্দরে আমদানি-রপ্তানিসহ সব ধরনের কার্যক্রম বন্ধ থাকবে।

সোমবার (২৬ জুন) হিলি সিএনএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক জামিল হোসেন চলন্ত বিষয়টি নিশ্চিত করেছেন।

universel cardiac hospital

জামিল হোসেন চলন্ত বলেন, ২৯ জুন ঈদুল আজহা অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে ২৭ জুন থেকে ২ জুলাই পর্যন্ত ছয়দিন বন্দর দিয়ে দুই দেশের মধ্যে পণ্য আমদানি বন্ধ থাকবে। আগামী ৩ জুলাই থেকে বন্দরের আমদানি-রপ্তানি কার্যক্রম শুরু হবে।

হিলি ইমিগ্রেশন চেকপোস্টের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুল বলেন, সরকারি সিদ্ধান্ত অনুযায়ী চেকপোস্টে সরকারি কোনো ছুটি নেই। যার কারণে ঈদের দিনও ইমিগ্রেশন খোলা থাকবে। সেদিনও বৈধ পাসপোর্টধারী যাত্রীরা দুই দেশে চলাচল করতে পারবেন।

শেয়ার করুন