বেলারুশের প্রেসিডেন্ট আলেক্সান্দার লুকাশেংকো জানিয়েছেন, ভাগনারপ্রধান ইভজেনি প্রিগোজিন বেলারুশে রয়েছেন। প্রিগোজিনের ওপর নজর রাখছেন প্রেসিডেন্ট লুকাশেংকো। তিনি বলেছেন, প্রিগোজিনের নেতৃত্বে রাশিয়ায় ভাগনার বাহিনী যে ঘটনা ঘটিয়েছে, বিষয়টি খুব কাছ থেকে তিনি পর্যবেক্ষণ করছেন। খবর বিবিসির।
এর আগে খবর আসে যে ভাগনার গ্রুপের নেতা প্রিগোজিন বেলারুসের রাজধানী মিনস্কে পৌঁছেছেন। প্রিগোজিনের সঙ্গে সম্পর্কিত একটি জেট বিমান গ্রিনিচ মান সময় ৪টা ৩৭ মিনিটে মিনস্কে অবতরণ করে বলে মনে করা হচ্ছে। তবে ওই বিমানে প্রিগোজিন ছিলেন কিনা, তা বিবিসি নিশ্চিত হতে পারেনি।
ভাগনার গ্রুপের বিদ্রোহের পর তাদের সঙ্গে ক্রেমলিনের যে সমঝোতা হয়, এর শর্ত অনুযায়ী প্রিগোজিনকে বেলারুশে যেতে দেওয়ার কথা ছিল। ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ এক সংবাদ সম্মেলনে বলেছেন, বিদ্রোহের অবসানের জন্য যে চুক্তি হয়েছিল, তা এখন বাস্তবায়ন করা হচ্ছে। তিনি আরও বলেন, প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সবসময় তাঁর দেওয়া কথা রক্ষা করেছেন।