বিশ্বকাপে বাংলাদেশ যেভাবে সেরা চারে যেতে পারে

ক্রীড়া ডেস্ক

বিশ্বকাপের ফিকচার তৈরির আগে থেকেই বাংলাদেশের ভক্ত-সমর্থকদের মনে একটাই প্রশ্ন, বাংলাদেশ কী এবার বিশ্বকাপের সেরা চারে পা রাখতে পারবে?

অনেকেরই আশা বাংলাদেশ এবার সেমিফাইনালে খেলবে। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সিনিয়র পরিচালক ও ক্রিকেট অপারেশন্স কমিটির প্রধান জালাল ইউনুস মনে করেন, যদি পরিকল্পনামাফিক খেলতে পারে, তাহলে বাংলাদেশ সেরা চারে খেলতেও পারে।

universel cardiac hospital

জালাল ইউনুসের মতে, এবার বিশ্বকাপ যেখানে হবে সেখানের কন্ডিশনের সঙ্গে বাংলাদেশের অনেক মিল। বাংলাদেশ দলের অনুশীলনও ভালো হয়েছে। সবচেয়ে বড় কথা হচ্ছে, হাতে অনেক বাড়তি ক্রিকেটারও আছে, যাদের মধ্যে মধুর প্রতিযোগিতাও হবে।

‘তাই একজনের জায়গা নেওয়ার জন্য আরও ক্রিকেটার আছে। সব কিছু মিলিয়ে কোনো ঘাটতি থাকছে না। সেজন্য আশা করছি, আমরা ভালো খেলতে পারি’।

বাংলাদেশ কয়টা ম্যাচ জিততে পারে এমন প্রশ্নের জবাবে, জালাল ইউনুস বলেন, কত ম্যাচ জিতবে তা বলা যায় না। তবে ম্যাচ বাই ম্যাচ টার্গেট নেওয়া উচিত। প্রতিটা ম্যাচ যখন আসবে, প্রতিটা ম্যাচই জিততে হবে। তাহলে হয়তো আমরা সেরা চারে খেলতে পারব।

শেয়ার করুন