বৃষ্টির পানি জমা নিয়ে বিরোধ, জামালপুরে বীর মুক্তিযোদ্ধাকে পিটিয়ে হত্যা

জামালপুর প্রতিনিধি

জামালপুরে বৃষ্টির পানি নিষ্কাশনকে কেন্দ্র করে সাদেক আলী (৭০) নামে এক বীর মুক্তিযোদ্ধাকে পিটিয়ে হত্যা করেছে প্রতিপক্ষ।

১ জুলাই (শনিবার) দুপুরে উপজেলার পার্থশী ইউনিয়নের রৌহারকান্দা গ্রামে এ ঘটনা ঘটে। তিনি ওই গ্রামের মৃত বাবর আলী শেখের ছেলে ও ইসলামপুর ইসলামিয়া ফাজিল মাদ্রাসার প্রাক্তন শিক্ষক।

universel cardiac hospital

স্থানীয় ও পরিবার সূত্র জানায়, শনিবার দুপুর আড়াইটার দিকে বৃষ্টি হলে বীর মুক্তিযোদ্ধা সাদেক আলীর বাড়ির আঙিনায় পানি জমলে তিনি তা নিষ্কাশন করতে গেলে প্রতিবেশি দুখু মিয়া ও তার লোকজন সাদের আলীর ওপর হামলা চালায়। এতে তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার ইসলামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেল কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ইসলামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজেদুর রহমান বিষয়টির সত্যতা নিশ্চিত করে বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। তবে এঘটনায় প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদ করার জন্য তিনজনকে আটক করা হয়েছে। তবে তদন্তের স্বার্থে তাদের নাম প্রকাশ করা যাবে না।

শেয়ার করুন