ভারত থেকে এলো ৬০ মেট্রিক টন কাঁচা মরিচ

খুলনা প্রতিনিধি

সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর দিয়ে কাঁচা মরিচ আমদানি শুরু হয়েছে। ঈদুল আজহার ছুটি শেষে আজ রোববার বেলা সাড়ে ১১টার দিকে কাঁচা মরিচভর্তি ছয়টি ভারতীয় ট্রাক ভোমরা স্থলবন্দর দিয়ে দেশে প্রবেশ করে। প্রতি ট্রাকে ১০ মেট্রিক টন কাঁচা মরিচ রয়েছে।

ভোমরা কাস্টমসের তত্ত্বাবধায়ক ইফতেখারউদ্দিন বিষয়টি নিশ্চিত করে বলেন, রোববার সকাল থেকে কাঁচা মরিচের কয়েকটি ট্রাক প্রবেশ করেছে। ধীরে ধীরে আরও প্রবেশ করবে। একটু সময় লাগবে।

ঈদের কয়েক দিন আগে থেকে দেশের বাজারে কাঁচা মরিচের দাম অস্বাভাবিকভাবে বৃদ্ধি পায়। ঈদুল আজহাকে সামনে রেখে দেশের বাজারে কাঁচা মরিচের দাম বাড়ার পরিপ্রেক্ষিতে গত ২৫ জুন এই নিত্যপণ্য আমদানির অনুমতি দেয় সরকার।

ভোমরা স্থলবন্দর সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশন সূত্রে জানা গেছে, টানা পাঁচ দিন ছুটির পর রোববার আমদানি-রপ্তানি কার্যক্রম শুরুর প্রথম দিনই ভোমরা স্থলবন্দর দিয়ে ৬০ টন কাঁচা মরিচ প্রবেশ করেছে।

ভোমরা সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক এ এস এম মাকছুদ খান বলেন, আজ কাঁচা মরিচের মোট ছয়টি ট্রাক প্রবেশ করেছে। সন্ধ্যায় আরও কয়েকটি মরিচের ট্রাক প্রবেশ করতে পারে। কাঁচা মরিচের আমদানির ফলে স্থানীয় বাজারসহ দেশের বাজারে কাঁচা মরিচের দাম কমবে।

সাতক্ষীরা কাঁচাবাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক আবদুর রহিম বলেন, সাতক্ষীরার বাজারে কাঁচা মরিচ ৪০০ থেকে ৪৫০ টাকা দরে বিক্রি হচ্ছে। আজ রোববার ভোমরা স্থলবন্দর দিয়ে কাঁচা মরিচের কিছু ট্রাক প্রবেশে করেছে। ইতিমধ্যে দাম কমা শুরু হয়েছে। দু-এক দিন পর কাঁচা মরিচের দাম ৫০ থেকে ৬০ টাকায় চলে আসবে।

শেয়ার করুন