ময়মনসিংহ ও বরিশালে নতুন বিভাগীয় কমিশনার

নিজস্ব প্রতিবেদক

জনপ্রশাসন মন্ত্রণালয়
ফাইল ছবি

ময়মনসিংহ ও বরিশাল বিভাগে নতুন বিভাগীয় কমিশনার নিয়োগ দিয়েছে সরকার। আজ রোববার জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এই সিদ্ধান্তের কথা জানানো হয়। এর মধ্যে ময়মনসিংহের বিভাগীয় কমিশনার হয়েছেন পাসপোর্ট ও ইমিগ্রেশন অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (অতিরিক্ত সচিব) উম্মে সালমা তানজিয়া এবং বরিশালে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব শওকত আলী।

উম্মে সালমা তানজিয়া ময়মনসিংহের বিভাগীয় কমিশনার হিসেবে বর্তমান কমিশনার শফিকুর রেজা বিশ্বাসের স্থলাভিষিক্ত হচ্ছেন। আর শওকত আলী বরিশালের বিভাগীয় কমিশনার মো. আমিন উল আহসানের স্থলাভিষিক্ত হচ্ছেন।

universel cardiac hospital

এদিকে স্থানীয় সরকার বিভাগের অতিরিক্ত সচিব খাইরুল ইসলামকে পদোন্নতি দিয়ে সচিব করা হয়েছে। অবশ্য তিনি সরকারি চাকরি থেকে অবসরে যাচ্ছেন। অবসরের সুবিধার্থে তাকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা করা হয়েছে।

শেয়ার করুন