থাইল্যান্ডে ১৮ পদক বাংলাদেশের

মত ও পথ ডেস্ক

সংগৃহীত ছবি

থাইল্যান্ডে পাঁচটি স্বর্ণসহ ১৮টি পদক জিতেছেন বাংলাদেশ তায়কোয়ান্দোকারা। শনি ও রোববার থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে দুই দিনব্যাপী অনুষ্ঠিত হিরোজ তায়কোয়ান্দো আন্তর্জাতিক চ্যাম্পিয়নশিপে পাঁচটি স্বর্ণ, চারটি রুপা ও নয়টি ব্রোঞ্জ জিতেছে বাংলাদেশ। 

পাঁচ স্বর্ণের মধ্যে দলগত ইভেন্টে ইশরাক রাইয়ান, সামির ইয়াসার ও মুহতাশিম ইসলাম স্বর্ণ জেতেন। একক ইভেন্টে ইশরাক রাইয়ান, আরিতা খন্দকার, আল আমিন মিয়া ও নাফিসা রুম্মান বাকি চার স্বর্ণ জেতেন।

universel cardiac hospital

রুপা জিতেছেন দলগত ইভেন্টে ইপ্সিতা কুন্ড, আরিতা খন্দকার, তাসনিয়া ইফফাত স্নেহা এবং লুবাবা বিনতে আমজাদ ও মিনহাজুল আবেদীন। একক ইভেন্টে রুপা জেতেন রুমকি সিদ্দিকা ও লুবাবা বিনতে আমজাদ।

এছাড়া নয়টি ব্রোঞ্জের মধ্যে সমীর ইয়াসার মাওলা দুটি এবং মুহতাশিম ইসলাম, আসিফা আনায়া খান, আরমান আলীম, লিজা আক্তার, তাজমিন নাওয়াল খান, আবয়াজ খন্দকার ও আসালিনা আমব্রিন মৃত্তিকা একটি করে জেতেন।

বাংলাদেশ তায়কোয়ান্দো ফেডারেশনের সাধারণ সম্পাদক ফেডারেশনের মাহমুদুল ইসলাম রানা থাইল্যান্ড থেকে পদক জয়ের তথ্য প্রদান করেন।

শেয়ার করুন