কে এই পথিক?

মোহাম্মদ সজিবুল হুদা

কণ্টকাকীর্ণ পথ ধরে এগুচ্ছে ভবঘুরে পথিক
মায়াবী পলক, মিষ্টি হাসি, আর গম্ভীর কণ্ঠ
যেকেউ তার টানে ছাড়তে পারে সবকিছু!
হঠাৎ আমার দিকে ফিরে কিছু বলতে চাইলো
কিন্তু কী তাঁর উদ্দেশ্য, গন্তব্য কোথায়? কিছুই বলল না!
তাঁকে ঘিরে চারদিকে মেলছে কৌতূহলের ডালপালা,
এসবের মধ্যে সন্ধ্যা ঘনিয়ে রাত্রি এলো,
আকাশ থেকে ঝরতে থাকলো নির্মল অশ্রু,
এমন সময় দূর থেকে ভেসে আসতে থাকলো সেই কণ্ঠস্বর-
সামনে চলো, ন্যায়ের ঝাণ্ডা উড়াও, জালিমদের শাস্তি দাও!
কে এই পথিক? এটা ভাবতেই নিদ্রা ভেঙে যায়!

০৪/০৭/২০২৩

শেয়ার করুন