শ্রেণিকক্ষে মুঠোফোন নিষিদ্ধ করবে নেদারল্যান্ডস

মত ও পথ ডেস্ক

মোবাইল ফোন থেকে করোনা সংক্রমণের আশঙ্কা

শ্রেণিকক্ষে মুঠোফোন নিষিদ্ধ করবে নেদারল্যান্ডস। দেশটির সরকার গতকাল মঙ্গলবার এ তথ্য জানিয়েছে। শ্রেণিকক্ষে পড়ালেখার ওপর প্রযুক্তিপণ্যের ক্ষতিকর প্রভাব রুখতে ডাচ সরকার পদক্ষেপটি নিতে যাচ্ছে। খবর এএফপির।

নেদারল্যান্ডস সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, মুঠোফোন, ট্যাব ও স্মার্টওয়াচ শ্রেণিকক্ষে শিক্ষার্থীদের শিক্ষণের পথে বাধা হয়ে দাঁড়াচ্ছে। এই প্রেক্ষাপটে আগামী বছর থেকে শ্রেণিকক্ষে এসব প্রযুক্তিপণ্য আনার অনুমতি দেওয়া হবে না।

universel cardiac hospital

সিদ্ধান্তটির যৌক্তিকতা সম্পর্কে ডাচ সরকার বলেছে, পাঠগ্রহণের ওপর মুঠোফোনের ক্ষতিকর প্রভাবের বিষয়ে ক্রমবর্ধমানভাবে প্রমাণ পাওয়া যাচ্ছে। এ কারণে শিক্ষার্থীরা পড়াশোনায় ঠিকমতো মনোনিবেশ করতে পারে না। তাদের কর্মক্ষমতাও ক্ষতিগ্রস্ত হয়।

শেয়ার করুন