ভাগনারপ্রধান প্রিগোশিন এখনো রাশিয়ায়: লুকাশেঙ্কো

আন্তর্জাতিক ডেস্ক

ভাড়াটে সেনা সরবরাহকারী প্রতিষ্ঠান ভাগনারের প্রধান ইয়েভগেনি প্রিগোশিন এখনো রাশিয়ায় রয়েছেন বলে জানিয়েছেন বেলারুশের প্রেসিডেন্ট আলেকসান্দার লুকাশেঙ্কা। আজ বৃহস্পতিবার এ কথা জানান তিনি। খবর এএফপির।

গত মাসের শেষের দিকে রুশ সেনা নেতৃত্বের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করেছিলেন প্রিগোশিন। এরপর ক্রেমলিনের সঙ্গে হওয়া সমঝোতা অনুযায়ী ভাগনারপ্রধানের বেলারুশ যাওয়ার কথা ছিল। একই সমঝোতার অধীনে ভাগনারের সেনাদেরও রাশিয়া ছেড়ে বেলারুশে যাওয়ার কথা।

universel cardiac hospital

তবে আজ বেলারুশের রাজধানী মিনস্কে বিদেশি বিভিন্ন সাংবাদমাধ্যমের সাংবাদিকদের প্রেসিডেন্ট লুকাশেঙ্কো বলেন, প্রিগোশিন সেন্ট পিটার্সবার্গে আছেন… তিনি বেলারুশে নেই। এ পর্যন্ত ভাগনারের যোদ্ধারাও বেলারুশে আসেননি উল্লেখ করে বেলারুশের প্রেসিডেন্ট বলেন, এখনো তাদের স্থানান্তর ও অবস্থানের বিষয়টি চূড়ান্ত হয়নি।

লুকাশেঙ্কো আরও বলেন, নির্দিষ্টসংখ্যক (ভাগনার গ্রুপের) যোদ্ধাদের এখানে আশ্রয় দেওয়ার বিষয়ে আমি মোটেও ভীত বা শঙ্কিত নই। যদি এই গ্রুপটিকে সক্রিয় করার দরকার পড়ে, তবে আমরা শিগগিরই তা করব। ভাগনার যোদ্ধাদের অভিজ্ঞতার বিষয়টি খুবই সমাদৃত হবে বলেও মন্তব্য করেন তিনি।

শেয়ার করুন