ব্রাহ্মণবাড়িয়া বিশ্ববিদ্যালয়ে জ্ঞানচর্চা বিষয়ক সেমিনার

নিজস্ব প্রতিবেদক

ব্রাহ্মণবাড়িয়া বিশ্ববিদ্যালয় কর্তৃক “জ্ঞানচর্চা” বিষয়ক একটি বিশেষ সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

৬ জুলাই (বৃহস্পতিবার) বিশ্ববিদ্যালয় অডিটোরিয়ামে অনুষ্ঠিত সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়টির ভারপ্রাপ্ত উপাচার্য, অধ্যাপক ফাহিমা খাতুন।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউনিভার্সিটি অব শিকাগো-এর প্রাক্তন শিক্ষার্থী এবং দ্য ইউনিভার্সিটি অব ব্রিটিশ কলাম্বিয়ার রাষ্ট্রবিজ্ঞান বিভাগের রাজনৈতিক তত্ত্বের সহকারী অধ্যাপক ড. নাজমুল সুলতান।

সেমিনারে ড. নাজমুল সুলতান জ্ঞানগর্ভ আলোচনার মাধ্যম শিক্ষক এবং শিক্ষার্থীদের মাঝে জ্ঞানচর্চার মূল্য তুলে ধরেন, যাতে শিক্ষার্থীরা জ্ঞানচর্চার গুরুত্ব যথার্থ অনুধাবন করতে পারেন।

শিক্ষার্থীদের সুন্দর জীবন গড়ার লক্ষ্যে ভবিষ্যতে এধরনের আরো অনেক সেমিনারের আয়োজন করতে যাচ্ছে বলে জানায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

বিশ্ববিদ্যালয়ের সকল বিভাগের শিক্ষার্থীর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে অনুষ্ঠিত সেমিনারটিতে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রারসহ বিভিন্ন বিভাগের ডিন ও শিক্ষকমণ্ডলী।

শেয়ার করুন