‘হুমকি’ থাকলেও দেশেই থাকবেন, জানালেন ইমরান

আন্তর্জাতিক ডেস্ক

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান
পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান। ছবি : ইন্টারনেট

জীবনের ‘হুমকি’ থাকলেও দেশ ছাড়বেন না বলে স্পষ্ট জানিয়ে দিয়েছেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পাকিস্তান তেহরিক–ই–ইনসাফের চেয়ারম্যান ইমরান খান। তিনি বলেছেন, দেশে থেকেই তিনি সব মামলা মোকাবিলা করবেন। যদিও দেশের বাইরে থাকা ইমরানের সমর্থকেরা তাকে পাকিস্তান ছাড়তে আহ্বান জানাচ্ছেন। খবর ডনের।

গত বুধবার লাহোরে তার বাড়ি জামান পার্ক থেকে ভিডিও বার্তায় ইমরান বলেন, তার সমর্থকেরা তাকে ফোন করে বলেছেন, পাকিস্তানের সব রাজনৈতিক দল তার বিরুদ্ধে এবং তারা ইতিমধ্যেই পুরো পিটিআইকে ‘বন্দী’ করে ফেলেছে। তিনি বলেন, আমি এখানে একাই দাঁড়িয়ে আছি। কারণ, মহান আল্লাহর ওপর আমার বিশ্বাস আছে।

universel cardiac hospital

গত ৯ মে ইমরান খানকে গ্রেপ্তারের পর পুরো দেশে সহিংস বিক্ষোভ ছড়িয়ে পড়লে তিনি ও তার স্ত্রী এবং তার অনেক রাজনৈতিক সহযোগীর বিদেশ যাত্রার ওপর বিধিনিষেধ আরোপ করে সরকার। ইমরান খান বলেন, তার বিরুদ্ধে আরও ছয়টি এফআইআর করা হয়েছে। এখন তার বিরুদ্ধে মোট ১৮০টি মামলা রয়েছে।

শেয়ার করুন