ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের ত্রিস্তরীয় পঞ্চায়েত নির্বাচনে ভোটগ্রহণ চলছে। স্থানীয় সময় শনিবার সকাল ৭টায় শুরু হয়েছে ভোটগ্রহণ।
২২টি জেলার ৬৩ হাজার ২২৯টি গ্রাম পঞ্চায়েত আসন, ৯ হাজা ৭৩০টি পঞ্চায়েত সমিতির আসন এবং ৯২৮টি জেলা পরিষদের আসনে প্রার্থীরা লড়ছেন এ নির্বাচনে।
এতে ভোটাধিকায় প্রয়োগ করবেন ৫ কোটি ৬৭ লাখের বেশি ভোটার। নির্বাচনের ফলপ্রকাশ করা হবে ১১ জুলাই।
২০২৪-এর লোকসভা নির্বাচনের আগে এই পঞ্চায়েত নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ।
এ নির্বাচন ঘিরে ব্যাপক সহিংসতা হয়েছে পশ্চিমবঙ্গে। গত ৩০ দিনে অন্তত ১৮ জনের মৃত্যু হয়েছে।
ভোট শুরু হওয়ার কয়েক ঘণ্টা আগেও চলেছে সহিংসতা। মুর্শিদাবাদ জেলায় খুন হয়েছেন এক তৃণমূল কর্মী।