দেশে সংঘাত সৃষ্টির পায়তারা করছে সরকার: ফখরুল

নিজস্ব প্রতিবেদক

ফাইল ছবি

সরকার ইচ্ছা করেই গোটা দেশ, জাতিকে সংঘাতের দিকে ঠেলে দেওয়ার চেষ্টা করছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, সরকার দেশের গণতন্ত্রকে ধ্বংস করতে চায়। বিরোধী দলগুলোর রাজনীতিকে ধ্বংস করতে মিথ্যা, গায়েবি ঘটনার সৃষ্টি করছে, মামলা দিচ্ছে। বিরোধী দলকে উস্কে দেওয়ার চেষ্টা করছে। বিএনপির শান্তিপূর্ণ কর্মসূচির পাল্টা তথাকথিত শান্তি সমাবেশ বা শান্তি মিছিল কর্মসূচি দিচ্ছে। যা সংঘাতের দিকে ঠেলে দেওয়া ছাড়া আর কিছু নয়।

আজ মঙ্গলবার রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে দলটির ‘প্রশিক্ষণ সেল’ এর উদ্যোগে যুক্তরাষ্ট্রভিত্তিক আন্তর্জাতিক সংস্থা ‘ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের (ডিআই)’ সহযোগিতায় নারী প্রতিনিধিদের দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালায় তিনি এসব কথা বলেন। এতে ২৫ জন নারী নেত্রী অংশ নেন।

universel cardiac hospital

উদ্বোধনী অনুষ্ঠানে দলের স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান, ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের ডেনা এল ওলস, মিডিয়া সেলের আহ্বায়ক জহির উদ্দিন স্বপন, প্রশিক্ষণবিষয়ক সম্পাদক এবিএম মোশাররফ হোসেন, রাশেদা বেগম হীরা ছাড়াও অনুষ্ঠানে শিক্ষক মাজহারুল হক, প্রশিক্ষণ সেলের সদস্য রেহানা আক্তার রানু ও নেওয়াজ হালিমা আরলি প্রমুখ উপস্থিত ছিলেন।

সোমবার রাতে রাজধানীর মগবাজারে ককটেল বিস্ফোরণের ঘটনা তুলে ধরে মির্জা ফখরুল বলেন, এটা অত্যন্ত উদ্দেশ্যপ্রণোদিত, ষড়যন্ত্রমূলক চক্রান্ত। বিরোধী দলের ওপর দায় চাপানোর জন্য, দোষারোপ করার জন্য সরকারের বিভিন্ন সংস্থা এসব নাটক করছে। এর আগেও ঘটেছে। কোথাও ককটেল বিস্ফোরণের ঘটনাও ঘটেনি, অথচ বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে গায়েবি মামলা দিয়েছে।

শেয়ার করুন