নিউইয়র্কে সাবিনা ইয়াসমিনের একক সঙ্গীতানুষ্ঠান

মত ও পথ ডেস্ক

সংগৃহীত ছবি

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে সঙ্গীতশিল্পী সাবিনা ইয়াসমিনের একক সঙ্গীতানুষ্ঠান আয়োজন করা হয়েছে। স্থানীয় পিজি গ্রুপের উদ্যেগে ১৫ জুলাই সন্ধ্যায় জ্যামাইকার ম্যারি লুইস একাডেমিতে এ সঙ্গীতানুষ্ঠান হবে।

অনুষ্ঠান উপলক্ষে মঙ্গলবার সকালে যুক্তরাষ্ট্র পৌঁছান সাবিনা ইয়াসমিন। জন এফ কেনেডি বিমানবন্দরে তাঁকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান পিজি গ্রুপের কর্ণধার পার্থ গুপ্তসহ আয়োজকরা।

পার্থ গুপ্ত জানান, অনুষ্ঠানের টিকেটের মূল্য রাখা হয়েছে ২০,৩০, ৫০ ও ১০০ ডলার। প্রবাসী বাংলাদেশিদের ব্যাপক সাড়া পাওয়ায় অনুষ্ঠানের এক সপ্তাহ আগেই নব্বই শতাংশ টিকেট বিক্রি হয়ে গেছে।

সাবিনা ইয়াসমিন  চলচ্চিত্রের গানে কণ্ঠ দিয়ে তিনি ১৪টি জাতীয় চলচ্চিত্র পুরস্কার ও ৬টি বাচসাস পুরস্কার অর্জন করেছেন। শিল্পকলার সঙ্গীত শাখায় অবদানের জন্য ১৯৮৪ সালে একুশে পদক এবং ১৯৯৬ সালে স্বাধীনতা পুরস্কারে ভূষিত হন তিনি। এছাড়া সঙ্গীতে অবদানের জন্য ২০১৭ সালে দশম স্ট্যান্ডার্ড চার্টার্ড-দ্য ডেইলি স্টার ‘জীবনের জয়গান আজীবন সম্মাননা পুরস্কার’ পান সাবিনা। 

শেয়ার করুন