ব্রাহ্মণবাড়িয়ায় ১১০ জন রোগীর মধ্যে ৫৫ লাখ টাকার চেক বিতরণ

নিজস্ব প্রতিবেদক

ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলায় ক্যান্সার, কিডনি, লিভার সিরোসিস, জন্মগত হৃদরোগ, স্টোক, প্যারালাইজড, থ্যালাসেমিয়ায় রোগে আক্রান্ত ১১০ জন রোগীর মধ্যে চিকিৎসা সহায়তা বাবদ প্রত্যেককে এককালীন ৫০,০০০ টাকা করে মোট ৫৫ লক্ষ টাকার অনুদানের চেক বিতরণ করা হয়েছে।

১৪ জুন (শুক্রবার) সদর উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয় কর্তৃক আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এবং ব্রাহ্মণবাড়িয়া-৩ (সদর ও বিজয়নগর) আসনের সংসদ সদস্য যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উবায়দুল মোকতাদির চৌধুরী বলেন, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার পক্ষ থেকে জটিল রোগাক্রান্ত ব্যক্তিদের মাঝে চিকিৎসা সহায়তা বাবদ এককালীন ৫০ হাজার টাকা করে অনুদান প্রদান করা হচ্ছে। খালেদা জিয়া যখন দেশ পরিচালনা করে তখনও টাকা ছিল, তারা কিন্তু কখনোই এধরনের উদ্যোগ গ্রহণ করেনি। কাজেই আপনারা এই বিষয়গুলো স্মরণ রাখবেন এবং জননেত্রী শেখ হাসিনার জন্য দোয়া করবেন।

শেয়ার করুন