একদিনে ডেঙ্গুতে ৭ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৬২৩

নিজস্ব প্রতিবেদক

ডেঙ্গু
ফাইল ছবি

গত একদিনে সারাদেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৭ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১০০ জনে। এছাড়া উল্লেখিত সময়ে নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন এক হাজার ৬২৩ জন।

আজ শনিবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ ব্যাপারে জানানো হয়।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, বর্তমানে দেশের বিভিন্ন সরকারি-বেসরকারি হাসপাতালে মোট ৪ হাজার ৯৪৭ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন। তাদের মধ্যে ঢাকার ৫৩টি সরকারি ও বেসরকারি হাসপাতালে বর্তমানে ৩ হাজার ২৩৮ জন এবং ঢাকার বাইরে ১ হাজার ৭০৯ জন ভর্তি রয়েছেন। এ বছর মোট ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১৯ হাজার ৪৫৪ জন।

চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে সারা দেশে এখন পর্যন্ত ১৯ হাজার ৪৫৪ জন রোগী হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিয়েছেন। এর মধ্যে ঢাকায় ১৩ হাজার ১০৯ জন এবং ঢাকার বাইরে চিকিৎসা নিয়েছেন ৬ হাজার ৩৪৫ জন।

আক্রান্তদের মধ্যে হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৪ হাজার ৪০৭ জন। ঢাকায় ৯ হাজার ৭৯৩ এবং ঢাকার বাইরে ৪ হাজার ৬১৪ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।

২০২২ সালে ডেঙ্গুতে দেশের ইতিহাসের সর্বোচ্চ ২৮১ জন মারা যান। ওই বছরের শেষ মাস ডিসেম্বরে ডেঙ্গুতে ২৭ জনের মৃত্যু হয়। একই সঙ্গে আলোচ্য বছরে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন ৬২ হাজার ৩৮২ জন

সারা দেশেই ডেঙ্গুর প্রকোপ বেড়েছে। প্রায় প্রতিদিনই বাড়ছে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা। ইতিমধ্যে দেশের ৬১ জেলায় ডেঙ্গু ছড়িয়ে পড়েছে। বিশেষজ্ঞরা বলছেন, এডিস মশা ধরন পাল্টেছে। এ অবস্থায় পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে উঠতে পারে। চলতি বছরের জুন মাস পর্যন্ত যত জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন, দেশের ইতিহাসে কখনোই ছয় মাসে এত আক্রান্ত হয়নি।

কীটতত্ত্ববীদরা বলছেন, বড় ভয় ডেঙ্গুর মূল মৌসুম আগস্ট-সেপ্টেম্বর মাস ঘিরে। আক্রান্তের ভয়াবহতা এমনভাবে বাড়তে থাকলে মহামারি আকার ধারণ করতে পারে ডেঙ্গু।

শেয়ার করুন