বরিশালে বাস-ট্রলি সংঘর্ষে নিহত ৩

নিজস্ব প্রতি‌বেদক

ঢাকা-বরিশাল মহাসড়কে বাসচাপায় ৩ জন নিহত ও ৩ জন গুরুতর আহতের খবর পাওয়া গেছে। শনিবার (১৫ জুলাই) দুপুর ২টার দিকে বরিশাল বিমানবন্দর থানাধীন ছয়মাইল মল্লিক বাড়ির সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- এয়ারপোর্ট থানার কাশিপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড রাজমাতা কলসবাগানের আবুল কালাম হাওলাদারের ছেলে এমদাদুল হক (৩৮), এয়ারপোর্ট থানার পশ্চিম রহমতপুর বাদামতলা ৩ নম্বর ওয়ার্ড এলাকার মো. সেন্টু হাওলাদারের ছেলে নাদিম হাওলাদার (১২) ও এয়ারপোর্ট থানার উওর রহমতপুর এলাকার সিনবাদ (পিতা অজ্ঞাত)।

universel cardiac hospital

বিষয়টি নিশ্চিত করেছেন বরিশাল মেট্রোপলিটন এয়ারপোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি (তদন্ত) লোকমান হোসেন।

তিনি বলেন, ঢাকা থেকে বরিশাল আসার পথে ছয়মাইল মল্লিক বাড়ির সামনে গুনগুন পরিবহনের একটি বাস বিপরীত দিক থেকে আসা একটি ট্রলিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই দুজন মারা যান। বাকিদের উদ্ধার করে শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। হতাহতরা সকলেই ট্রলিতে ছিলেন বলে জানিয়েছে পুলিশ।

ওসি (তদন্ত) লোকমান হোসেন বলেন, ঘটনার পর বাসের চালক ও হেলপার পালিয়ে গেছে তবে বাসটি আটক করা হয়েছে। এ ছাড়া পুলিশ নিহতদের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণের প্রস্তুতি চলছে।

শেয়ার করুন