আন্তর্জাতিক ন্যায়বিচার দিবস আজ

মত ও পথ ডেস্ক

আদালত
ফাইল ছবি

আন্তর্জাতিক ন্যায়বিচার দিবস আজ। বিশ্বব্যাপী ন্যায়বিচার প্রতিষ্ঠার লক্ষ্যে ১৯৯৮ সালের ১৭ জুলাই নেদারল্যান্ডসের হেগ শহরে আন্তর্জাতিক ন্যায়বিচার আদালত প্রতিষ্ঠিত হয়। সেই থেকে দিনটি ন্যায়বিচার দিবস হিসেবে পালিত হয়ে আসছে বিশ্বব্যাপী।
 
মানবতাবিরোধী অপরাধসহ যে কোনো ধরনের অপরাধের বিরুদ্ধে সোচ্চার হতে এবং ন্যায়বিচার পাওয়ার অধিকার নিশ্চিত করতে দেশে দেশে দিবসটি পালিত হচ্ছে। 

আন্তর্জাতিক ন্যায়বিচার আদালত নেদারল্যান্ডসের হেগ শহরে প্রতিষ্ঠিত হলেও তবে যে কোনো দেশেই এই আদালতের বিচার প্রক্রিয়া সম্পন্ন হতে পারে।  

universel cardiac hospital

১৯৪৮ সালে জাতিসংঘের জেনোসাইড কনভেনশন স্বাক্ষরিত হয়। ফলে পরবর্তী সময়ে নুরেমবার্গ ও টোকিওতে সংঘটিত হওয়া অপরাধের বিচার কাজ সম্পন্ন করা সম্ভব হয়। এসব ঐতিহাসিক ঘটনা আন্তর্জাতিক পর্যায়ে ন্যায়বিচার পাবার গুরুত্ব বাড়িয়ে দেয়। গণমানুষের প্রত্যাশাকে আশার আলো দেখিয়ে দিতে সাহায্য করে। 

শেয়ার করুন