এক দশকে দেশে ইন্টারনেট ব্যবহারকারী বেড়েছে ৩৭.৮ শতাংশ

নিজস্ব প্রতিবেদক

ফাইল ছবি

তথ্যপ্রযুক্তির এই যুগে বিশ্বের সাথে তাল মিলিয়ে এগিয়ে চলেছে বাংলাদেশ। ফলত প্রতিনিয়তই দেশে বাড়ছে স্মার্ট ফোন আর ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) আইসিটি জরিপের ফলাফল থেকে জানা যায় দেশে বর্তমানে ইন্টারনেট ব্যবহার করছেন ৪৪ দশমিক ৫ শতাংশ মানুষ, যা ২০১৩ সালে ছিল মাত্র ৬ দশমিক ৭ শতাংশ। অর্থাৎ গত এক দশকে (১০ বছর) দেশে ইন্টারনেট ব্যবহারকারী বেড়েছে ৩৭ দশমিক আট শতাংশ।

আইসিটির ব্যবহার ও প্রয়োগ সম্পর্কে সবশেষ তথ্য জানাতে দেশব্যাপী এ জরিপ করে বিবিএস। জরিপে উঠে আসে দেশে মোবাইল ফোন ব্যবহারকারী প্রায় ৯৮ শতাংশ, যার মধ্যে স্মার্ট ফোন ব্যবহার করছেন ৬৩ দশমিক ৩ শতাংশ মানুষ।

বিভাগ হিসেবে স্মার্ট ফোন ব্যবহারে সবচেয়ে এগিয়ে রয়েছে চট্টগ্রাম বিভাগ। তবে ইন্টারনেটের ব্যবহারে সবচেয়ে এগিয়ে ঢাকা বিভাগ। ঢাকা বিভাগে ইন্টারনেট সেবা পাচ্ছে ৫৯ শতাংশ মানুষ। ইন্টারনেট ব্যবহার সবচেয়ে পিছিয়ে রয়েছে রংপুর বিভাগ।

শেয়ার করুন