আগামী ২০২৪ সালের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে অর্থ ব্যয়ের দৌড়ে এগিয়ে আছেন সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার ব্যাংকে নির্বাচনী ব্যয় মেটাতে গত জুন শেষে জমা ছিল ২২.৫ মিলিয়ন ডলার। অন্যদিকে, এই দৌড়ে পিছিয়ে আছেন বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেন। একই সময়ে তার ব্যাংক অ্যাকাউন্টে ছিল ২০.১ মিলিয়ন ডলার। ফেডারেল নির্বাচন কমিশনে এসব তথ্য জমা দিয়েছেন তারা। পরে চলতি সপ্তাহে এই তথ্য প্রকাশ করা হয়। খবর নিউইয়র্ক টাইমসের।
নির্বাচনের এক বছর আগে থেকেই প্রচারণা চালিয়ে যাচ্ছেন সম্ভাব্য প্রার্থীরা। এ জন্য তারা ফান্ড সংগ্রহ করছেন দলীয় ও অন্যান্য উৎস থেকে। কে কত অর্থ সংগ্রহ করেছেন, এ তথ্য দেশটির নির্বাচন কমিশনে জমা দিতে হয়। ট্রাম্প ৩০ জুন শেষে ২২.৫ মিলিয়ন ডলার নিয়ে তার দলের সর্বোচ্চ পর্যায়ে রয়েছেন। তবে এটি তার প্রার্থিতাকে এগিয়ে নেওয়ার জন্য ব্যবহার করা তহবিলের একটি অসম্পূর্ণ চিত্র।
ট্রাম্পের পরেই অর্থ সংগ্রহে এগিয়ে আছেন সাউথ ক্যারোলিনার সিনেটর টিম স্কট। তিনিও রিপাবলিকান মনোনয়নপ্রত্যাশী। তিনি সংগ্রহ করেছেন ২১ মিলিয়ন ডলার। এর পরের অবস্থানে রয়েছেন বাইডেন। তার সংগ্রহে রয়েছে ২০.১ মিলিয়ন ডলার। কিন্তু তিনি ট্রাম্পের চেয়ে বেশি অর্থ সংগ্রহের কথা জানিয়েছেন। নেতা হিসেবে ডেমোক্রেট দলীয় সংগৃহীত তহবিলও কাজে লাগাতে পারেন বাইডেন।