আওয়ামী লীগ শান্তি নয়, অশান্তিতে বিশ্বাসী: অলি আহমদ

নিজস্ব প্রতিবেদক

কর্নেল (অব.) অলি আহমদ
কর্নেল (অব.) অলি আহমদ। ফাইল ছবি

আওয়ামী লীগ শান্তি নয়, অশান্তিতে বিশ্বাসী বলে মন্তব্য করেছেন লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) প্রেসিডেন্ট অলি আহমদ। তিনি বলেন, আমরা যেদিন কর্মসূচি পালন করি, ওই দিন শান্তি সমাবেশের নামে সরকার সারাদেশে অশান্তির পরিবেশ তৈরি করে। আওয়ামী লীগ শান্তি নয়, অশান্তিতে বিশ্বাসী। আওয়ামী লীগ বিদায় নিলেই দেশে শান্তি আসবে।

আজ বুধবার বিকেলে রাজধানীর এফডিসি-সংলগ্ন এলডিপির কেন্দ্রীয় কার্যালয় থেকে পদযাত্রা–পূর্ব সংক্ষিপ্ত বক্তব্যে অলি আহমদ এসব কথা বলেন।

universel cardiac hospital

এলডিপির প্রধান বলেন, অতীতে কোনো স্বৈরাচার সরকারই দমন-পীড়ন চালিয়ে নিজেদের অস্তিত্ব রক্ষা করতে পারেনি। বর্তমান ক্ষমতাসীনেরাও গায়ের জোরে ক্ষমতা আঁকড়ে রাখতে পারবে না। তাদের পতন হবেই। সুষ্ঠু ও অবাধ নির্বাচনে জনগণের ভোটের অধিকার ফিরিয়ে দিতে আমরা নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের বিকল্প কিছু ভাবছি না।

বেলা সোয়া তিনটায় এলডিপির নেতাকর্মীরা খিলগাঁওয়ের উদ্দেশে পদযাত্রা শুরু করেন। এটি হাতিরঝিলের পাশ দিয়ে মগবাজার মোড়, মৌচাক, মালিবাগ হয়ে খিলগাঁও ফ্লাইওভারের নিচে গিয়ে শেষ হয়।

শেয়ার করুন