নেত্রকোনা-৪ উপনির্বাচনে আ.লীগের প্রার্থী সাজ্জাদুল হাসান

নিজস্ব প্রতিবেদক

নেত্রকোনা-৪ আসনের উপনির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন সাবেক সিনিয়র সচিব সাজ্জাদুল হাসান। আগামী ৪ সেপ্টেম্বরের এই উপনির্বাচনে নৌকা প্রতীকে লড়বেন তিনি। আজ শুক্রবার রাতে প্রধানমন্ত্রীর বাসভবন গণভবনে আওয়ামী লীগের সংসদীয় মনোনয়ন বোর্ডের বৈঠকে সাজ্জাদুল হাসানের মনোনয়ন চূড়ান্ত করা হয়। আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে বৈঠকে মনোনয়ন বোর্ডের সদস্যরা যোগ দেন।

বৈঠক শেষে গণভবনের গেটে এক ব্রিফিংয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এই তথ্য নিশ্চিত করেন। এর আগে নেত্রকোনা-৪ আসনের উপনির্বাচনে সাজ্জাদুল হাসানসহ মোট নয়জন প্রার্থী দলের দলের মনোনয়ন চেয়েছিলেন। রেবেকা মমিনের মৃত্যুতে শূন্য হওয়া নেত্রকোনা-৪ আসনে আগামী ৪ সেপ্টেম্বর উপনির্বাচন অনুষ্ঠিত হবে।

universel cardiac hospital

শেয়ার করুন