সরকারের পদত্যাগের ‘এক দফা’ দাবি–সম্পর্কিত প্রচারপত্র কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাকের হাতে দিলেন বিএনপিরবনেতা ফজলুল হক মিলন। আজ শুক্রবার জুমার নামাজের পর রাজধানীর সার্কিট হাউস মসজিদে মুসল্লিদের মধ্যে প্রচারপত্র বিলি করা হয়। মসজিদ থেকে বের হওয়ার সময় মন্ত্রীর হাতে একটি প্রচারপত্র এগিয়ে দেন গাজীপুর জেলা বিএনপির সভাপতি ফজলুল হক। এ সময় মন্ত্রী প্রচারপত্রটি সহাস্যে গ্রহণ করেন।
সরকারের পদত্যাগ ও নির্বাচনকালে নির্দলীয় সরকারের এক দফা দাবিতে আজ শুক্রবার জুমার নামাজের পর সারাদেশে মসজিদে মসজিদে প্রচারপত্র বিলির কর্মসূচি নিয়েছিল বিএনপি। এরই অংশ হিসেবে বিএনপির নেতারা ঢাকার বিভিন্ন মসজিদে নামাজ শেষে মুসল্লিদের কাছে এক দফার প্রচারপত্র বিলি করেন।
বিএনপির সূত্র জানায়, দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী নয়াপল্টন জামে মসজিদে, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক মোহাম্মদপুর এলাকায়, উত্তরে বিএনপির সদস্যসচিব আমিনুল হক মিরপুরের রূপনগর এলাকায়, ফজলুল হক মিলন সার্কিট হাউস মসজিদে প্রচারপত্র বিলি করেন।
বিএনপির সভাপতি ফজলুল হক মিলন বলেন, কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে জুমার নামাজের পর মুসল্লিদের মধ্যে আমরা লিফলেট বিতরণ করেছি। এ সময় কৃষিমন্ত্রী নামাজ পড়ে বের হলে তাঁর হাতেও লিফলেট দিয়েছি। শুধু মন্ত্রী নন, এই মসজিদের মুসল্লি ড. কামাল হোসেনসহ অন্য মুসল্লিদের মধ্যেও আমরা এক দফার লিফলেট (প্রচারপত্র) বিতরণ করেছি।