বেলারুশের প্রেসিডেন্টের সঙ্গে আজ বৈঠক করবেন পুতিন

আন্তর্জাতিক ডেস্ক

রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও বেলারুশের প্রেসিডেন্ট আলেকসান্দার লুকাশেঙ্কো আজ রোববার বৈঠক করবেন। ক্রেমলিন এই তথ্যের সত্যতা নিশ্চিত করেছে। খবর রয়টার্সের।

দুইদিন আগেই পুতিন বলেছিলেন, বেলারুশ আক্রান্ত হলে তা রাশিয়ার বিরুদ্ধে হামলা হিসেবে বিবেচিত হবে। মস্কোর এই হুঁশিয়ারির পর পুতিন-লুকাশেঙ্কোর মধ্যে বৈঠক হতে যাচ্ছে।

ভাড়াটে যোদ্ধা সরবরাহকারী রুশ প্রতিষ্ঠান ওয়াগনারের যোদ্ধারা সম্প্রতি রাশিয়া থেকে বেলারুশে গেছেন। এর প্রতিক্রিয়ায় গত সপ্তাহের শুরুতে বেলারুশ সীমান্তের কাছাকাছি সামরিক ইউনিট নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেয় পোল্যান্ড। পশ্চিমা সামরিক জোট ন্যাটোর সদস্য পোল্যান্ডের এমন সিদ্ধান্তের প্রেক্ষাপটে পুতিন বলেছেন, মিনস্কের প্রতি যে কোনো শত্রুতার প্রতিক্রিয়া জানাতে মস্কো তার কাছে থাকা সব উপায়-উপকরণ ব্যবহার করবে।

ক্রেমলিনের পক্ষ থেকে বলা হয়েছে, লুকাশেঙ্কো বর্তমানে রাশিয়া সফরে রয়েছেন। তিনি গতকাল শনিবার রাশিয়ায় আসেন। সফরকালে তিনি রুশ প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে বৈঠক করবেন। তাঁরা দুই দেশের কৌশলগত অংশীদারত্ব আরও এগিয়ে নেওয়ার বিষয়ে আলোচনা করবেন।

শেয়ার করুন