নারায়ণগঞ্জে আগুনে পুড়ল কারখানা, ‘দেরি’র অভিযোগ ফায়ারের বিরুদ্ধে

মত ও পথ ডেস্ক

আগুন
প্রতীকী ছবি

নারায়ণগঞ্জের ফতুল্লায় আগুনে প্রায় পুড়ে গেছে একটি ডাইং কারখানা। এতে অন্তত ১ কোটি টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন প্রতিষ্ঠানটির মালিক। ঘটনাস্থলে ফায়ার সার্ভিস দেরিতে গেছে এবং কম ইউনিট পাঠিয়েছে বলে অভিযোগ উঠেছে।

সোমবার রাতের প্রথম প্রহরে (সাড়ে ১২টার দিকে) এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। পরে ৬টি ইউনিটের ২ ঘন্টারও বেশি সময়ের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় ফায়ার সার্ভিস।

universel cardiac hospital

রাত ১২টা ৩৫ মিনিটের দিকে ফতুল্লার দক্ষিণ সস্তাপুর এলাকার হলি ফেব্রিক্স ডাইং কারখানায় আগুনের সূত্রপাত ঘটে বলে নিশ্চিত করেছেন নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক মোহাম্মদ ফখরুদ্দিন আহমেদ।

খোঁজ নিয়ে জানা গেছে, রাত সাড়ে ১২টার দিকে লেলিহান শিখা দেখে স্থানীয়রা ফায়ার সার্ভিসে খবর দেন। প্রথমে হাজীগঞ্জ ফায়ার স্টেশনের ২টি ইউনিট ঘটনাস্থলে আসে। আগুনের তীব্রতা বেড়ে গেলে পরে মন্ডলপাড়া ও ফতুল্লা ফায়ার স্টেশনের আরও ৪ ইউনিট আগুন নিয়ন্ত্রণে যোগ দেয়।

স্থানীয়দের অভিযোগ, ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছাতে দেরি করায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে।

অনিক ভৌমিক নামে স্থানীয় এক বাসিন্দা জানান, কারখানাটিতে সহজে দাহ্য পদার্থের বিপুল পরিমাণ মজুত থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছাতে বিলম্ব করায় এবং পানির স্বল্পতার কারণে ব্যাপক ক্ষতি হয়েছে।

মেসার্স রহমান টেক্সটাইলের (হলি ফেব্রিক্স) স্বত্বাধিকারী রেজাউল করিম বলেন, ফায়ার সার্ভিসের গাফলতির কারণে আমার সব শেষ হয়ে গেল। খবর পাওয়ার প্রায় ৪৫ মিনিট পর ঘটনাস্থলে আসে মাত্র দুটি ইউনিট। আগুনে আমার ২০ লাখ টাকার ফেব্রিক্স ও মেশিনারিজসহ প্রায় ১ কোটি টাকার ক্ষতি হয়েছে।

এ বিষয়ে নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক মোহাম্মদ ফখরুদ্দিন আহমেদ বলেন, ৬টি ইউনিট একযোগে কাজ করে প্রায় দুই ঘন্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনের ঘটনায় বেলায়েত হোসেন নামে একজন ফায়ার ফাইটার আহত হয়েছেন। তাকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। ক্ষয়ক্ষতির পরিমাণ ও আগুনের সূত্রপাত সম্পর্কে তদন্ত সাপেক্ষে বলা যাবে।

ঘটনাস্থলে ফায়ারের ইউনিট দেরিতে যাওয়ার অভিযোগ অস্বীকার করেন তিনি।

শেয়ার করুন