বিএনপি ঢাকার নয়াপল্টনে তাদের কার্যালয়ের সামনে অথবা সোহরাওয়ার্দী উদ্যানেই সমাবেশ করতে চায়। প্রয়োজনে তারা সমাবেশ একদিন পিছিয়ে দিতে পারে। সে ক্ষেত্রে সমাবেশের নতুন তারিখ হতে পারে আগামী শুক্রবার। বিএনপির পক্ষ থেকে আজ বুধবার পুলিশকে মৌখিকভাবে এটি জানানো হয়েছে বলে দলটির সূত্র জানিয়েছে।
বিএনপির একজন কেন্দ্রীয় নেতা আজ রাত পৌনে আটটায় বলেন, পুলিশকে আমরা মৌখিকভাবে সমাবেশের দিন পরিবর্তনের কথা বলেছি। তবে তার জবাব এখনো পাইনি। বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে দলের স্থায়ী কমিটির বৈঠক আজ সন্ধ্যায় শুরু হয়েছে। বৈঠকে সমাবেশের তারিখ ও জায়গা নিয়ে আলোচনা হচ্ছে বলে জানা গেছে।
বিএনপি ২২ জুলাই সোহরাওয়ার্দী উদ্যানে তারুণ্যের সমাবেশ করে। সেখানেই ২৭ জুলাইয়ের মহাসমাবেশের ঘোষণা দেওয়া হয়। দলটি গত সোমবার ঢাকা মহানগর পুলিশকে (ডিএমপি) চিঠি দিয়ে ঢাকার নয়াপল্টন বা সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ করার আগ্রহের কথা জানায়। সমাবেশের স্থান নিয়ে পুলিশের অনুমতি পায়নি বিএনপি।