গোসলের সাবান নিয়ে তর্কে তাবলিগ মুসল্লি খুন

ফরিদপুর প্রতিনিধি

আত্মহত্যা

গোসল করার সাবান নিয়ে তর্কে জড়িয়ে প্রাণ গেলো এক বৃদ্ধ মুসল্লির। আজ বুধবার দুপুর ১টার দিকে ফরিদপুর পৌর এলাকার বদরপুর মারকায জামে মসজিদে এ ঘটনা ঘটে। নিহত ওই মুসল্লির নাম আব্দুল জলিল (৭০)। তিনি জেলার মধুখালী উপজেলার নওপাড়া ইউনিয়নের তারাপুর গ্রামের বাসিন্দা।

এদিকে আব্দুল জলিলকে খুনে অভিযুক্ত পৌর সদরের ডোমরাকান্দি এলাকার মান্নান মুন্সীকে (৬০) মুসল্লিরা ধরে পুলিশে সোপর্দ করেছে। স্থানীয়রা জানান, মারকায মসজিদ থেকে প্রতি বৃহস্পতিবার তাবলিগের উদ্দেশে বের হন মুসল্লিরা। সেই অনুযায়ী মধুখালী থেকে আব্দুল জলিল মঙ্গলবার বিকেলে মসজিদে আসেন। আজ বুধবার দুপুরে স্থানীয় ডোমরাকান্দি এলাকার মান্নান মুন্সী মসজিদে আসেন। এ সময় গোসলের সাবান নিয়ে আব্দুল জলিলের সঙ্গে তর্কে জড়িয়ে পড়েন মান্নান মুন্সী।

এক পর্যায়ে মান্নান মুন্সী মসজিদের পাশে থাকা কাঠ দিয়ে আব্দুল জলিলের মাথায় আঘাত করেন। এতে ঘটনাস্থলেই মারা যান আব্দুল জলিল। ফরিদপুর কোতয়ালী থানার এস আই আব্দুল জব্বার জানান, খবর পেয়ে বিকেল ৫টার দিকে আব্দুল জলিলের মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়। মরদেহের সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হবে।

তিনি আরও জানান, অভিযুক্ত মান্নান মুন্সীকে মসজিদের মুসল্লিরা ধরে রাখে। পরে তাকে থানায় নিয়ে আসা হয়েছে। নিহত আব্দুল জলিলের পরিবারের সদস্যদের খবর দেওয়া হয়েছে। মামলার বিষয়টি প্রক্রিয়াধীন।

শেয়ার করুন