ডেঙ্গু মোকাবিলায় ডিএনসিসির সব ওয়ার্ডে টাস্কফোর্স গঠন

মত ও পথ ডেস্ক

ঢাকা সিটি করপোরেশন (উত্তর)
ফাইল ছবি

ডেঙ্গু মোকাবিলায় কাউন্সিলরদের আহ্বায়ক করে প্রত্যেক ওয়ার্ডে টাস্কফোর্স কমিটি গঠন করেছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)। মঙ্গলবার (২৫ জুলাই) সন্ধ্যায় ডিএনসিসির সচিব মাসুদ আলম ছিদ্দিক স্বাক্ষরিত একটি অফিস আদেশে টাস্কফোর্স কমিটি গঠন করা হয়।

বুধবার (২৬ জুলাই) সকালে সংস্থাটির জনসংযোগ কর্মকর্তা মকবুল হোসাইন এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান এ তথ্য।

তিনি জানান, ডিএনসিসির সব ওয়ার্ডে প্রতি শনিবার ও বুধবার ডেঙ্গু মোকাবিলায় কার্যক্রম গ্রহণ করা হবে। এজন্য সাত সদস্য বিশিষ্ট টাস্কফোর্স কমিটি গঠন করা হয়েছে।

অফিস আদেশে উল্লেখ করা হয়, টাস্কফোর্স কমিটির দায়িত্ব হবে মশার সম্ভাব্য প্রজনন স্থলের তালিকা প্রস্তুত করা, লার্ভা শনাক্ত ও ধ্বংস করা এবং তালিকা প্রস্তুত করা। ডেঙ্গু রোগীর তালিকা প্রস্তুত করা এবং ডেটা এন্ট্রি।

শেয়ার করুন