এসএসসির ফল প্রকাশ

মত ও পথ ডেস্ক

এসএসসির ফল প্রকাশ
ফাইল ছবি

চলতি বছরের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে।

শুক্রবার (২৮ জুলাই) গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ ফল প্রকাশের ঘোষণা দেন।

শিক্ষার্থীরা এখন নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠান, ওয়েবসাইটে ঢুকে এবং এসএমএসের মাধ্যমে ফল জানতে পারবেন।

এর আগে সকাল ৯টার দিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে ২০২৩ সালের এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফলের সারসংক্ষেপ তুলে দেন।

এদিকে বেলা ১১টার দিকে রাজধানীর সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে সাংবাদিকদের সামনে এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফলের সার-সংক্ষেপ তুলে ধরবেন ডা. দীপু মনি।

শেয়ার করুন