সারাদেশে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে এক দিনে আরও ১০ জনের মৃত্যু হয়েছে। ২০২৩ সালে এ নিয়ে ডেঙ্গু আক্রান্ত মৃত্যুর সংখ্যা দাঁড়াল ২৩৯ জনে। আর গত ২৪ ঘন্টায় সারাদেশে নতুন করে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়েছে ২ হাজার ২০২ জন হাসপাতালে ভর্তি হয়েছে।
আজ শনিবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জাহিদুল ইসলাম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
স্বাস্থ্য অধিদপ্তর জানায়, এর আগে বুধবার এক দিনে দুই হাজার ৬৫৩ জন হাসপাতালে ভর্তি হয়, যা এক দিনে এ বছরের মধ্যে সর্বোচ্চ।