হাসপাতালে ভর্তি পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য

আন্তর্জাতিক ডেস্ক

পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী ও সিপিএম নেতা বুদ্ধদেব ভট্টাচার্য হাসপাতালে ভর্তি হয়েছেন। আজ শনিবার বিকেল সোয়া চারটার দিকে তাঁকে দক্ষিণ কলকাতার উডল্যান্ডস মাল্টিস্পেশালিটি হাসপাতালে ভর্তি করা হয়। খবর আনন্দবাজার পত্রিকার।

কলকতার স্থানীয় গণমাধ্যমের খবরে বলা হয়, বুদ্ধদেব ভট্টাচার্য আজ দুপুরে শ্বাসকষ্টে আক্রান্ত হন। এরপরই তাঁকে হাসপাতারে ভর্তি করা হয়। তাঁর অসুস্থতার খবর শুনে হাসপাতালে ছুটে যান পশ্চিমবঙ্গের রাজ্যপাল সিভি আনন্দ বোস, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও সিপিএমের নেতারা।

universel cardiac hospital

বুদ্ধদেব ভট্টাচার্য টানা পাঁচ দশক ধরে বাম রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। তিনি সিপিএমের পলিটব্যুরো সদস্য ছিলেন। ২০০০ থেকে ২০১১ সাল পর্যন্ত পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর দায়িত্ব পালন করেছেন বুদ্ধদেব ভট্টাচার্য। একজন কবি–সাহিত্যিক হিসেবেও পরিচিতি আছে তাঁর।

শেয়ার করুন