‘সরকারের পদত্যাগের এক দফা দাবি আদায়ে’ আজ শনিবার বেলা ১১টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ঢাকার পাঁচটি গুরুত্বপূর্ণ প্রবেশমুখে অবস্থান কর্মসূচি ছিল বিএনপির। তবে কর্মসূচি চলাকালে বিভিন্ন স্থানে পুলিশের সঙ্গে বিএনপির নেতাকর্মীদের ধাওয়া-পাল্টাধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়সহ অনেকে আহত হয়েছেন, অনেককে আটক করা হয়েছে। এমন প্রেক্ষাপটে সার্বিক পরিস্থিতি নিয়ে দলের অবস্থান তুলে ধরতে সংবাদ সম্মেলন ডেকেছে বিএনপি।
শনিবার সন্ধ্যার পর রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে। বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য জানিয়েছেন। শায়রুল বলেন, চলমান আন্দোলনের সার্বিক পরিস্থিতি নিয়ে দলের সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির বৈঠক অনুষ্ঠিত হবে। বৈঠক শেষে সন্ধ্যায় সংবাদ সম্মেলনে আন্দোলনের সার্বিক পরিস্থিতি তুলে ধরবেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
সংবাদ সম্মেলন থেকে এক দফা আন্দোলনের পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হতে পারে বলে জানা গেছে