বিএনপির আয়–ব্যয় দুটিই বেড়েছে

নিজস্ব প্রতিবেদক

বিএনপি
ফাইল ছবি

আগের বছরের তুলনায় ২০২২ সালে বিএনপির আয় ও ব্যয় দুটিই বেড়েছে। ২০২২ সালের জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত সময়ে দলটির আয় হয়েছে ৫ কোটি ৯২ লাখ ৪ হাজার ৬৩২ টাকা। আর ব্যয় হয়েছে ৩ কোটি ৮৮ লাখ ৩৩ হাজার ৮০৩ টাকা। বছর শেষে দলটির উদ্বৃত্ত ছিল ২ কোটি ৩ লাখ ৭০ হাজার ৮২৯ টাকা।

আজ রোববার নির্বাচন কমিশনে (ইসি) ২০২২ সালের আয় ও ব্যয়ের হিসাব জমা দেয় বিএনপি। নিবন্ধিত রাজনৈতিক দলগুলোকে প্রতিবছরের ৩১ জুলাইয়ের মধ্যে আগের পঞ্জিকা বছরের আয়–ব্যয়ের হিসাব ইসিতে জমা দিতে হয়।

universel cardiac hospital

আজ দুপুরে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী দলের আয়-ব্যয়ের হিসাব প্রতিবেদন ইসি সচিব জাহাংগীর আলমের কাছে জমা দেন। পরে তিনি সাংবাদিকদের কাছে আয় ও ব্যয়ের তথ্য তুলে ধরেন। তিনি বলেন, দলের সদস্যদের চাঁদা, ব্যক্তি ও প্রতিষ্ঠানের অনুদান এবং ব্যাংকের এফডিআরের সুদ তাদের দলের আয়ের উৎস।

গত বছর বিএনপি আয়-ব্যয়ের যে হিসাব দিয়েছিল, তাতে ২০২১ সালে দলটির আয় হয়েছিল ৮৪ লাখ ১২ হাজার ৪৪৪ টাকা। আর ব্যয় হয়েছিল ১ কোটি ৯৮ লাখ ৪৭ হাজার ১৭১ টাকা।

শেয়ার করুন