লঙ্কা প্রিমিয়ার লিগে (এলপিএল) নিজেদের দ্বিতীয় ম্যাচে গল টাইটান্সকে অলরাউন্ড নৈপুণ্যে জিতিয়েছেন সাকিব আল হাসান। ম্যাচের শুরুতে রানখরায় ভোগা গলের হয়ে তিনি দায়িত্বশীল ইনিংস খেলেন। যেখানে তার সঙ্গে ব্যাটে ঝড় তোলেন সদ্য সমাপ্ত জিম-আফ্রো টি-টেন লিগের সর্বোচ্চ রানসংগ্রাহক টিম সাইফার্ট। পরে বল হাতেও ঝলক দেখান বাংলাদেশের টি-টোয়েন্টি অধিনায়ক সাকিব। এতে প্রতিপক্ষ বি-লাভ ক্যান্ডি ৮৩ রানের বড় ব্যবধানে হেরেছে।
কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে টানা দ্বিতীয় জয়ের লক্ষ্যে নেমে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন গল অধিনায়ক দাসুন শানাকা। তবে প্রথম ব্যাটারই একশর নিচে স্ট্রাইক রেট নিয়ে আউট হয়ে যান। ফলে ১০ ওভারে ৩ উইকেটে গলের সংগ্রহ দাঁড়ায় ৬০ রানের। দলের বিপর্যয় মুহূর্তে নেমে হাল ধরেছেন সাকিব। অন্যপ্রান্তে আগ্রাসী মনোভাব দেখান সেইফার্ট।
ব্যাট হাতে সাকিব ২১ বলে ৩০ রান করেছেন। বোলিংয়ে ৩ ওভারে স্রেফ ১০ রান খরচায় ২ উইকেট নেন এই বাঁ-হাতি অলরাউন্ডার। এছাড়া সেইফার্ট ৩৯ বলে ৭৪ রানের দুর্দান্ত ইনিংস খেলেন। যার ওপর ভর করে ১৮০ রানের বড় পুঁজি পায় গল। জবাবে মাত্র ৯৭ রানেই গুটিয়ে যায় ক্যান্ডি।
সেইফার্টের সঙ্গে সাকিব জুটি গড়েন ৯৫ রানের। তবে প্রথমে দেখেশুনে শুরু করেন সাকিব। তৃতীয় বলে রানের খাতা খোলার পর ১২ বলে তিনি ১১ রান নেন। কামিন্দু মেন্ডিসের করা চতুর্দশ ওভারে প্রথম বাউন্ডারির দেখা পান সাকিব। সেই ওভারেই পরপর দুই ছক্কায় টাইগার অলরাউন্ডার বল সীমানাছাড়া করেন। তবে অষ্টাদশ ওভারে থানুকা দাবারের দারুণ ফিল্ডিংয়ে রান আউটে কাটা পড়েন তিনি।
১৮০ রানের লক্ষ্য তাড়া করতে নেমে দারুণ ব্যর্থ ক্যান্ডির টপ অর্ডার ব্যাটাররা। পাওয়ার প্লে শেষ হতেই নাই হয়ে যায় তাদের ৫ উইকেট। দিশেহারা ক্যান্ডিকে নবম ওভারে বোলিংয়ে এসে আরও বিপদে ফেলেন সাকিব। আসিফ আলিকে ক্রিজ ছেড়ে বের হতে দেখে সাকিব কৌশলে তাকে ফাঁদে ফেলেন। নড়বড়ে টাইমিংয়ে আসিফ লং অফে ক্যাচ দেন আকিলা ধনাঞ্জয়ার হাতে। ফলে প্রথম বলেই তার উইকেটের যাত্রা।
পরবর্তীতে টানা তৃতীয় ওভার করতে এসে দ্বিতীয় সাফল্য পান সাকিব। খানিক নিচু হয়ে যাওয়া আর্মারে ব্যাট ছোঁয়াতে পারেননি জামাল। বল গিয়ে আঘাত হানে অফ স্টাম্পে। প্রথম ওভারে ২ রান দেওয়া সাকিবের এবারের খরচ ৪ রান। দ্রুত উইকেট হারাতে থাকা ক্যান্ডি ১৭.১ ওভারেই গুটিয়ে যায় ৯৭ রানে। ফলে নিজের ওভারের কোটা পূরণ করতে পারেননি সাকিব।
সাকিব ছাড়াও গলের হয়ে দুটি করে উইকেট নেন কাসুন রাজিথা, রিচার্ড এনগারাভা ও তাবরাইজ শামসি। টানা দুই জয়ে টেবিলের শীর্ষে অবস্থান করছে গল।