অবশেষে সিলেট জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতির বদলে পূর্ণ দায়িত্বপ্রাপ্ত সভাপতি হলেন সাবেক সংসদ সদস্য শফিকুর রহমান চৌধুরী। তিনি প্রায় দুই বছর ধরে ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব পালন করছেন। ভারমুক্ত হয়েছেন জেলার গোলাপগঞ্জ উপজেলার ভারপ্রাপ্ত সভাপতি লুৎফুর রহমানও। গত বছরের ৩০ জানুয়ারি উপজেলা আওয়ামী লীগের সভাপতি ইকবাল আহমদ চৌধুরীর মৃত্যু হলে তিনি ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব পান।
আজ রোববার ঢাকায় গণভবনে আয়োজিত আওয়ামী লীগের বিশেষ বর্ধিত সভায় প্রধানমন্ত্রী ও দলের সভাপতি শেখ হাসিনা এ–সংক্রান্ত একটি ঘোষণা দেন। গণভবনে অনুষ্ঠিত সভায় উপস্থিত থাকা একাধিক নেতা জানিয়েছেন, দলের বিশেষ বর্ধিত সভায় সিলেটসহ সারাদেশের জেলা, মহানগর, উপজেলা, থানা ও পৌরসভার (জেলা সদরে অবস্থিত) সভাপতি ও সাধারণ সম্পাদকেরা অংশ নেন। সভায় সহযোগী সংগঠনের শীর্ষ নেতাদের পাশাপাশি দলীয় সংসদ সদস্য, জেলা পরিষদ ও উপজেলা পরিষদের চেয়ারম্যান, সিটি করপোরেশন ও পৌরসভার মেয়ররা উপস্থিত ছিলেন।
সভায় এক জেলার ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দাবির পরিপ্রেক্ষিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাঁর বক্তব্যে বর্ধিত সভায় উপস্থিত থাকা সব ভারপ্রাপ্ত নেতাকে পূর্ণ দায়িত্ব প্রদান করেন। ২০২১ সালের ২ সেপ্টেম্বর সিলেট জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান মো. লুৎফর রহমান মারা যান। পরে ৬ সেপ্টেম্বর শফিকুর রহমান চৌধুরীকে ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব দেওয়া হয়। এরপর থেকেই তিনি এ দায়িত্ব পালন করে আসছেন।
সন্ধ্যায় যোগাযোগ করলে শফিকুর রহমান চৌধুরী বলেন, দলীয় সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারপ্রাপ্ত ব্যক্তিদের পূর্ণ দায়িত্ব প্রদানের ঘোষণা দিয়েছেন। তাঁর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছেন তিনি। অতীতে যেভাবে দলকে সাংগঠনিকভাবে শক্তিশালী করতে কাজ করেছেন, ভবিষ্যতেও সে ধারাবাহিকতা বজায় রাখবেন।