একুশে পদকপ্রাপ্ত বরেণ্য কবি, লেখক এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের সাবেক অধ্যাপক মোহাম্মদ রফিকের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এবং ‘মত ও পথ’ সম্পাদক যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী এমপি।
সোমবার (৭ আগস্ট) এক শোকবার্তায় তিনি মোহাম্মদ রফিকের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান।।
শোকবার্তায় মোকতাদির চৌধুরী বলেন, কবি মোহাম্মদ রফিক কবিতা ও কবিতার ভাষার মাধ্যমে একাত্তরের মহান মুক্তিযুদ্ধে অসামান্য অবদান রাখেন। আশির দশকে স্বৈরাচার এরশাদ বিরোধী আন্দোলনে কাব্যিক রসদ জুগিয়েছেন তিনি। তাঁর মৃত্যুতে বাংলা সাহিত্যে অপূরণীয় শূন্যতা তৈরি হলো।
তিনি আরও বলেন, বাংলা একাডেমি পুরস্কার ও একুশে পদকপ্রাপ্ত এই মননশীল আধুনিক কবি বাংলা সাহিত্যে চিরকাল স্মরণীয় হয়ে থাকবেন।