টানা অতিবৃষ্টির কারণে রেললাইন পানির নিচে তলিয়ে যাওয়ায় সকাল থেকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) চলাচল করেনি কোনো শাটল ট্রেন। এছাড়া প্রাকৃতিক দুর্যোগ পরিস্থিতি বিবেচনায় ৮ থেকে ১০ আগস্ট পর্যন্ত ৩ দিন বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করা হয়েছে।
আজ সোমবার বিকেল ৫টায় জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর হাসান মুহাম্মদ রুমান।
তিনি বলেন, জরুরি অবস্থা বিবেচনা করে বিশ্ববিদ্যালয় তিনদিনের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। রেললাইন তলিয়ে যাওয়ার কারণে আজকে বিশ্ববিদ্যালয়ের কোনো শাটল চলাচল করেনি। রাতের শিডিউলের ট্রেন চলবে কি না তা এখনো নিশ্চিত নয়। যদি পানি নেমে যায় এবং রেল কর্তৃপক্ষ ট্রেন চলাচলের উপযোগী মনে করে তাহলে চলবে।
এদিকে, টানা বর্ষণের কারণে চবির কাটা পাহাড় ও শাহী কলোনিতে পাহাড় ধসের ঘটনা ঘটেছে। এতে একটি বসতঘর ও বিদ্যুতের খুঁটি ভেঙে পড়েছে। এসময় বিশ্ববিদ্যালয়ের জীববিজ্ঞান অনুষদে দায়িত্বরত একজন কর্মচারী আহত হন। এছাড়া ক্যাম্পাসের আশেপাশের সব কটেজে পানি উঠে গেছে। এতে ভোগান্তিতে পড়েছেন কটেজে অবস্থানরত শিক্ষার্থীরা। বিদ্যুৎ খুঁটি ভেঙে পড়ায় ক্যাম্পাসের বিভিন্ন স্থানে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন রয়েছে।