রাজনৈতিক দল হিসেবে চূড়ান্ত নিবন্ধন পেল বিএনএম, বিএসপি

নিজস্ব প্রতিবেদক

নির্বাচন কমিশন
ফাইল ছবি

নির্বাচন কমিশনের (ইসি) নিবন্ধন পেল বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলন (বিএনএম) এবং বাংলাদেশ সুপ্রিম পার্টি (বিএসপি)। নির্বাচন কমিশন সর্বসম্মতিক্রমে দুটি নতুন রাজনৈতিক দলকে নিবন্ধন প্রদানের জন্য সিদ্ধান্ত নিয়েছে বলে ইসির পরিচালক (জনসংযোগ) শরিফুল আলম স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। নতুন নিবন্ধন পাওয়া বিএনএম’র প্রতীক- নোঙর এবং বিএসপি’র প্রতীক- একতারা।

এর আগে নির্বাচন কমিশন এ দুটি দলকে প্রাথমিকভাবে চূড়ান্ত করে দাবি ও আপত্তি বিষয়ে গণবিজ্ঞপ্তি জারি করে। দল দুটির বিরুদ্ধে একাধিক অভিযোগ জমা পড়ে। পরে নির্বাচন কমিশন এসব অভিযোগ শুনানি করে চূড়ান্তভাবে নিবন্ধনের সিদ্ধান্ত নেয়।

universel cardiac hospital

শেয়ার করুন