রিয়াদকে ছাড়াই এশিয়া কাপের দল ঘোষণা, ডাক পেলেন তানজিদ

মত ও পথ ডেস্ক

মাহমুদউল্লাহ রিয়াদ
মাহমুদউল্লাহ রিয়াদ। ফাইল ছবি

অনেক জল্পনা-কল্পনা শেষে শনিবার সকালে এশিয়া কাপের দল ঘোষণা করলো বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এদিন সকাল সাড়ে নয়টায় সংবাদ সম্মেলনের মাধ্যমে বিসিবির প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু এশিয়া কাপের দল ঘোষণা করেন।

আগের দিন বোর্ড সভাপতি নাজমুল হাসান পাপন অধিনায়ক হিসেবে সাকিব আল হাসানের নাম ঘোষণা করেন।

এশিয়া কাপের দলে সেই অর্থে খুব বেশি চমক নেই। নিয়মিত খেলা ওয়ানডে দলটিই মূলত এশিয়া কাপের দলে সুযোগ পেয়েছে। এখনই বিশ্বকাপের দল ঘোষণা না হলেও এই দলটি থেকেই বিশ্বকাপের ১৫ জনকে বেছে নেওয়া হবে। ইনজুরির কারণে আগেই ঘোষণা দেওয়া হয়েছিল তামিম ইকবাল থাকবেন না এশিয়া কাপের দলে। সব মিলিয়ে শনিবার ১৭ জনের স্কোয়াড দিয়েছেন নির্বাচকরা।

আগামী ৩১ আগস্ট ক্যান্ডিতে শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম ম্যাচ খেলবে বাংলাদেশ। ৩ সেপ্টেম্বর তাদের পরের ম্যাচ লাহোরে, আফগানিস্তানের সঙ্গে।

এশিয়া কাপে বাংলাদেশ দল

সাকিব আল হাসান (অধিনায়ক), লিটন দাস, তানজিদ হাসান তামিম, নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিম, মেহেদী হাসান মিরাজ, তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান, মেহেদী হাসান, হাসান মাহমুদ, নাসুম আহমেদ, শামীম হোসেন, শরিফুল ইসলাম, আফিফ হোসেন, এবাদত হোসেন, মোহাম্মদ নাঈম।

শেয়ার করুন