বাংলাদেশে সফররত মার্কিন কংগ্রেসের দুই সদস্য পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেনের কাছে জাতীয় নির্বাচন নিয়ে সরকারের পরিকল্পনা জানতে চেয়েছেন। নির্বাচনের বিষয়ে প্রধান দুই রাজনৈতিক দলের সমঝোতার পথ আছে কি না, সেটাও জানতে চেয়েছেন তারা। প্রথমবারের মতো বাংলাদেশ সফরে আসা মার্কিন কংগ্রেস সদস্য এড কেইস ও রিচার্ড ম্যাকরমিক আজ রোববার দুপুরে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক করেন।
মার্কিন কংগ্রেসের সদস্যদের সঙ্গে মধ্যাহ্নভোজ সভার পর পররাষ্ট্রমন্ত্রী সাংবাদিকদের আলোচনার বিষয়ে জানান। পররাষ্ট্রমন্ত্রী বলেন, বাংলাদেশ চীনের খপ্পরে পড়েছে কি না, তা–ও মার্কিন কংগ্রেসের দুই সদস্য জানতে চেয়েছেন। রাজনৈতিক সমঝোতা নিয়ে আলোচনা প্রসঙ্গে আব্দুল মোমেন বলেন, তারা (কংগ্রেস সদস্য) বলেছে, তোমাদের কোনো সমঝোতার পথ আছে কি না, ওদের (বিএনপি) সঙ্গে। আমরা বলেছি, তাদের যে দাবি, সরকারের পদত্যাগ, ওটাতে সমঝোতার কোনো স্কোপ নেই।
মার্কিন কংগ্রেস সদস্যদের কাছে তাদের দেশে নির্বাচন উপলক্ষে সরকারের পতন হয় কি না, সে প্রশ্ন রেখেছেন আব্দুল মোমেন। তিনি বলেন, নির্বাচনের সময় তোমাদের দেশে (যুক্তরাষ্ট্র) কি সরকারের পতন হয়? নিশ্চয়ই না। এমন দাবি থাকলে তোমরা কি আলোচনায় বসবে? ওগুলোর প্রশ্নই উঠতে পারে না। আমরা আমাদের শাসনতন্ত্র অনুযায়ী নির্বাচন করব।