‘সাইবার নিরাপত্তা আইনে হয়রানির সুযোগ রয়েছে’

নিজস্ব প্রতিবেদক

‘সাইবার নিরাপত্তা আইনে মানুষকে হয়রানির সুযোগ থাকছে’ উল্লেখ করে ‘অংশীজনদের মতামত নিয়ে প্রস্তাবিত এই আইনে সংশোধন আনার’ দাবি জানিয়েছেন একদল অধিকারকর্মী। তারা বলেছেন, ‘সাইবার নিরাপত্তা আইনের বেশ কিছু ধারা সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক। আন্তর্জাতিক মানদণ্ডের সঙ্গে আইনটি সামঞ্জস্যপূর্ণ নয়।’ এই আইন নিয়ে অংশীজনদের সঙ্গে আলোচনার ভিত্তিতে সাইবার সুরক্ষার বিষয় মাথায় রেখে প্রয়োজনীয় সংশোধনের দাবি জানিয়েছেন অধিকারকর্মীরা। আর এর নাম সাইবার নিরাপত্তা আইনের পরিবর্তে সাইবার সুরক্ষা আইন করার দাবি জানিয়েছেন তারা।

নিজেদের মুক্ত গণমাধ্যম ও ডিজিটাল অধিকারকর্মী পরিচয় দিয়ে ১২ জন অধিকারকর্মী আজ রোববার এক বিবৃতিতে এসব কথা বলেছেন। বিবৃতিদাতারা হলেন মানবাধিকার সাংবাদিক ফোরামের আহম্মদ উল্লাহ, ভয়েসের আহমেদ স্বপন মাহমুদ, সাউথ এশিয়ান মিডিয়া সলিডারিটি নেটওয়ার্কের খায়রুজ্জামান কামাল, গণমাধ্যম অধিকারকর্মী মাইনুল ইসলাম খান, মানবাধিকারকর্মী ও গবেষক রেজাউর রহমান লেনিন, গ্লোবাল ভয়েসেসের রেজওয়ান ইসলাম, আইনজীবী সাইমুম রেজা তালুকদার, এফইএক্সবির সালিম সামাদ, মানবাধিকারকর্মী সাঈদ আহমেদ, মানবাধিকারকর্মী ও আইনজীবী শারমিন খান, উন্নয়নকর্মী শামীম আরা শিউলী এবং পেন ইন্টারন্যাশনাল বাংলাদেশের সৈয়দা আইরিন জামান।

universel cardiac hospital

শেয়ার করুন