মালয়েশিয়ার ৬ রাজ্যে ভোট, জনপ্রিয়তার ‘পরীক্ষায়’ আনোয়ার ইব্রাহিম

আন্তর্জাতিক ডেস্ক

মালয়েশিয়ার ছয় রাজ্যে ভোট অনুষ্ঠিত হয়েছে শনিবার। আঞ্চলিক এই নির্বাচনকে দেশটির প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম ও তার জোটের জনপ্রিয়তার এক বড় পরীক্ষা হিসেবে দেখা হচ্ছে। এদিন ভোট হয়েছে সেলানগর, পেনাং, নেগেরি সেমবিলান, কেলানতান, তেরেংগানু ও কেদাহ রাজ্যে। খবর রয়টার্সের।

বিশ্লেষকেরা বলছেন, আনোয়ার ইব্রাহিমের নেতৃত্বাধীন জোট সরকারে এই ভোট সরাসরি প্রভাব ফেলবে না। তবে বড় ধরনের পরাজয় হলে ক্ষমতাসীন জোটে অস্থিতিশীলতা তৈরি হবে। মালয়েশিয়ার সব জাতিগোষ্ঠীর প্রতিনিধিত্বকারী ক্ষমতাসীন জোট পাকাতান হারাপান ওই ছয় রাজ্যের তিনটিতে ক্ষমতায় আছে। বাকি তিন রাজ্যে ক্ষমতায় বিরোধীদের জোট পেরিকাতান ন্যাশনাল। মালয় মুসলিমদের মধ্যে রক্ষণশীল এ বিরোধী জোটের জনপ্রিয়তা বাড়ছে।

বিরোধী জোট পেরিকাতানের নেতৃত্বে আছেন মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মুহিউদ্দিন ইয়াসিন। ২০২২ সালে অনুষ্ঠিত সর্বশেষ জাতীয় নির্বাচনে এ জোট দেশটির রাজনীতির ভরকেন্দ্র হিসেবে পরিচিত এলাকাগুলোয় ভালো ফল করে। এবারের নির্বাচনেও এ জোট ভালো ফল করতে পারে। নিজেদের দুর্নীতিমুক্ত দাবি করে বিরোধী জোট পেরিকাতান।

তাদের দাবি, পার্লামেন্টে সংখ্যাগরিষ্ঠতা পেতে আনোয়ার ইব্রাহিম তারই একসময়ের জোট প্রতিদ্বন্দ্বী ইউনাইটেড মালয় ন্যাশনাল অর্গানাইজেশনকে নিয়ে ক্ষমতাসীন জোট গঠন করে। দলটি দুর্নীতিতে জর্জরিত। তবে ভোটের আগে হওয়া জনমত জরিপগুলোতে দেখা গেছে, আনোয়ার ইব্রাহিম ও মুহিউদ্দিন ইয়াসিনের জোট কোনো রাজ্যে ক্ষমতা হারাবে না। তবে ছয় রাজ্যেই মালয় সংখ্যাগরিষ্ঠ এলাকাগুলোতে বিরোধী জোট পেরিকাতানের ভোট বাড়বে।

শেয়ার করুন