কালরাত্রিতে ঝরে পড়া পবিত্র রক্তস্রোত
ধানমন্ডি বত্রিশ নম্বরের মুজিব ভবনের
এই সিঁড়ি বেয়ে মিশে গেছে পদ্মা-মেঘনায়,
সবুজ-শ্যামল ফসলের মাঠ পেরিয়ে
এই রক্তের ধারা মিশেছে বঙ্গোপসাগরে।
এখনও এই গাঁঢ় রক্তের প্রতিবিম্ব প্রভাতের আকাশে,
পতাকার মধ্যভাগে; যা বাঙালির চেতনার বাতিঘর-
মানবতার নিখুঁত মানদণ্ড কিংবা বিবেকের অমর বাণী,
মানুষ বঙ্গবন্ধু, সার্বজনীন বঙ্গবন্ধু, বিশ্বে তাঁর জয়ধ্বনি।
তারিখ: ১৫/০৮/২০২৩